কঙ্গনার কটাক্ষের তীর এবার রণবীর-আলিয়ার দিকে

যেখানে বিতর্ক, সেখানেই বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আলোচনায় থাকাটাই যেন তার ফ্যাশন। এদিকে, বারবার টুইটার নিয়ম ভঙ্গের কারণে ২০২১ সালে টুইটার থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এই অভিনেত্রীকে। তবে ২ বছর পর আবারও টুইটারে স্বরূপে আবির্ভূত হয়েছেন কঙ্গনা।

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফের যার তার নামে বদনাম শুরু করেছেন তিনি। এবার কঙ্গনার নিশানায় তারকা দম্পতি রণবীর-আলিয়া। সেইসঙ্গে দাবি তুলেছেন একই ছাদের নিচে আলাদা কক্ষে থাকছেন রণলিয়া।

সম্প্রতি কঙ্গনা অভিযোগ এনেছেন, তার ওপর নজরদারি করা হচ্ছে। তিনি মনে করছেন, এ কাজ রণবীর-আলিয়ার। তবে রণলিয়ার নাম উল্লেখ না করে বুঝিয়েছেন ইঙ্গিতে। টুইটারে লিখেছেন, ‘আমি যেখানেই যাচ্ছি আলোকচিত্রীরা খবর পেয়ে যাচ্ছে। বাড়ির অন্দরে কিংবা বাইরে, সর্বত্র কেউ আমার উপর নজরদারি চালাচ্ছে।’

কঙ্গনা যে এজন্য রণলিয়াকে দায়ী করছেন তা বোঝা গেছে পোস্টের একটি অংশে। তিনি লিখেছেন, ‘তার স্ত্রী! সে তো নকল করতে ওস্তাদ। আমি আমার ভাইয়ের বিয়েতে যে শাড়ি পরেছিলাম, নিজের বিয়েতে তিনি ওই একই শাড়ি পরেছেন।

শাড়ির প্রসঙ্গটি আনতেই নেটিজেনরা বুঝে গেছেন রণবীর ও আলিয়ার বিরুদ্ধেই তার এ অভিযোগ। এরপর তিনি আরও লিখেন, ‘শুনেছি এক বাড়িতে থেকেও আলাদা আলাদা কক্ষে থাকেন এই দম্পতি।

এর আগে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন কঙ্গনা। ছবিটির নাম পরিবর্তন করে ‘ইন্ডিয়ান পাঠান’ নাম রাখতে বলেছিলেন বিতর্কিত এ নায়িকা।