কঙ্গোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২৬
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে।
বুধবার রাজধানী কিনশাসার একটি বাজারে এঘটনা ঘটে। হাই ভোল্টেজ একটি ক্যাবল ছিড়ে বাড়ি ও কয়েকজন মানুষের ওপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বিবিসি’র এক প্রতিবদেনে এমনটি বলা হয়।
নিহতদের মধ্যে ২৪ জন নারী ও দুজন পুরুষ। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের অধিকাংশই বাজারটির বিক্রেতা ছিলেন। তারটি কিভাবে ছিড়েছে সেবিষয়ে এখনও নিশ্চিত না হওয়া গেলেও বজ্রপাতের কারণে তারটি ছিড়ে থাকতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান।
মধ্য আফ্রিকার দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে প্রবল বৃষ্টিপাতের মধ্যে হাই-ভোল্টজের একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।