কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

১৩

কঙ্গোর পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই অঞ্চলে অনেক দিন ধরেই বিদ্রোহীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ চলছে।

উত্তর কিভু প্রদেশের ওপর দিয়ে চলা হেলিকপ্টারটি ওই অঞ্চলে টহলের কাজে নিযুক্ত ছিল। মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ডয়েচে ভেলে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় জন পাকিস্তানি সেনা এবং অপর দুই জন রাশিয়া ও সার্বিয়ার।