কটিয়াদীতে বিদ্যুৎ সংকটে জনতার বিক্ষোভ

১১৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎ সংকট থাকায় জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কটিয়াদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন,এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ । তাই দ্রুত সময়ে পৌরসভার ভিতরে সকল বিদ্যুৎ লাইন এক সাথে করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন বক্তারা।

তবে কটিয়াদী পল্লী বিদ্যুৎ এর ডিপুটি জেনারেল ম্যানেজার লুৎফর রহমান সাংবাকিদের বলেন,উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখারী গ্রামে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। আগামী পনেরো দিনের মধ্য পৌর সভার সকল লাইন এক সাথে সংযোগ হবে বলে জানিয়েছেন তিনি।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like