কটিয়াদীতে ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩৩৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক মাদক ব্যবসায়ীকে ২৫০ পিস ইয়াবাসহ আহমদ হোসেন রনি ওরফে বাবু‘কে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।

রোববার রাতে কটিয়াদী বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আহমদ হোসেন রনি ওরফে বাবু কটিয়াদী পৌর এলাকার মো.শফি মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ জাকির রব্বানীর নের্তৃত্বে এসআই ফয়েজ উদ্দিন ও এসআই নাজিউর রহমান অভিযান চালিয়ে কটিয়াদী বাসষ্ট্যান্ড থেকে ২৫০পিস ইয়াবাসহ আহমদ হোসেন রনি ওরফে বাবু’কে গ্রেফতার করতে সক্ষম হয় কটিয়াদী মডেল থানার পুলিশ।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.জাকির রব্বানী জানান,বেশ কয়েকদিন ধরে তাকে নজরে রাখা হয়েছিল। সেই প্রেক্ষিতে  গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে ।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like