কঠোর লকডাউন শতভাগ মেনে চলার আহ্বান চসিক মেয়রের
নিজের সুরক্ষার স্বার্থে কঠোর লকডাউন শতভাগ মেনে চলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার দুপুরে নগরীর টাইগারপাসস্থ সিটি করপোরেশন কার্যালয়ের কনফারেন্স রুমে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম কমিটির তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, শাহেদ ইকবাল বাবু, সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ অনেকে।
এর আগে, শহরকে জলাবদ্ধতামুক্ত রাখতে এবং কর্ণফুলী নদীর প্রবাহমানতা ফিরিয়ে আনার লক্ষ্যে ‘পলিথিন মুক্ত চট্টগ্রাম বিষয়ক’ সভা অনুষ্ঠিত হয়।