কবির সুমনের কথা ও সুরে ‘একুশের’ গান গাইলেন আসিফ

কবির সুমনের কথা-সুরে এর আগে পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবির সুমনের কথা ও সুরে গাইলেন আসিফ আকবর।

সম্প্রতি অন্তর্জালে প্রকাশ পেয়েছে এই মিউজিক ভিডিওটি। গানটির সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

ভাষা আন্দোলনের ৭০ বছরে একুশের বিশেষ দিবস উপলক্ষে নতুন গান প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

কবির সুমনের কথা ও সুরে ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি গেয়েছেন আসিফ। আসিফ আকবর জানান, ‘কবির সুমনের মতো এত বড় মাপের সংগীতজ্ঞ আমার জন্য গান তৈরি করছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।

কবির সুমন জানান, জীবন সায়াহ্নে আসিফ আকবর আমায় আমার উপযুক্ত সম্মান দিয়ে আমার লেখা, সুর করা গান চেয়ে নিয়েছেন। আসিফ গাইবেন বলেই গান লিখেছি, সুর করেছি আমি।