কমলাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল আটটায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি।
তিনি আরো বলেন, একটি ডেমো ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে ডাকা হয়েছিল, তারা তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে।