করোনাভাইরাসের এই মহামারির মধ্যেও থেমে নেই পরাশক্তিগুলোর উত্তেজনা
করোনাভাইরাসের এই মহামারির মধ্যেও থেমে নেই পরাশক্তিগুলোর উত্তেজনা। এমনিতেই ভাইরাসের উৎস নিয়েই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
করোনাভাইরাসের এই মহামারির মধ্যেও থেমে নেই পরাশক্তিগুলোর উত্তেজনা। এমনিতেই ভাইরাসের উৎস নিয়েই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
এরই মধ্যে চীনের দোরগোড়ায় মার্কিন যুদ্ধজাহাজ পৌঁছানোর কারণে উত্তেজনা আরও বেড়ে গেছে। বৃহস্পতিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে ইউএসএস রাসেল নামে মার্কিন যুদ্ধজাহাজটি।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনাকে সাধারণ মহড়া দাবি করে জানায়, যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে। তাইওয়ানের স্বায়ত্তশাসন থাকলেও অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে চীন।
শহরটিতে মার্কিন অস্ত্র সহায়তা ও চীন-তাইওয়ান বিভক্তকারী সামুদ্রিক প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ-টহল নিয়ে চরম ক্ষুব্ধ বেইজিং। এদিকে যুক্তরাষ্ট্রের টহল বৃদ্ধির কারণে তাইওয়ান এলাকায় নৌ ও বিমান টহল জোরদার করেছে চীন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি