করোনার উপসর্গ নিয়ে খুলনায় ২ জন ও পটুয়াখালীতে একজনের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে খুলনায় ২ জন ও পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সকালে এক পুরুষ রোগীকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিলো সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে, ভোরে যক্ষ্মায় আক্রান্ত এক নারী মেডিসিন ওয়ার্ডে মারা যান। তার শ্বাসকষ্ট ছিলো, সে কারণে তারও নমুনা সংগ্রহ করা হয়েছে।
এছাড়া, পটুয়াখালীতে করোনা সন্দেহে আনোয়ার তালুকদার নামে একজনের মৃত্যু হয়েছে। সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আইশোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
অনলািইন নিউজ ডেস্ক/বিজয় টিভি