করোনার কবলে বিনোদন জগত

১৩৬

আনতারা রাইসা : বিশ্বজুড়ে এখন করোনা আতঙ্ক। চীন থেকে এই ভাইরাস দেশে দেশে ছড়িয়ে ছড়িয়ে পড়ার পর এর প্রভাব পড়েছে সবখানে। অর্থনীতি, ব্যবসা-বানিজ্য, প্রযুক্তি ও পর্যটন খাতে করোনার প্রভাবে ব্যাপক মন্দা দেখা দিয়েছে।

স্বাভাবিক ভাবে বিনোদন জগত ও এর বাইরে না। ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে পিছিয়ে দেওয়া হচ্ছে একের পর এক সিনেমার মুক্তির তারিখ, থমকে যাচ্ছে বিখ্যাত সিনেমার শুটিং, মন্দা দেখা দিচ্ছে বাণিজ্যে।বলিউড এবং হলিউড ও এর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। করোনার প্রভাবে বিনোদন জগতের শেষ খবাখবর জানব এই প্রতিবেদনে।

এ বছর বলিউডে পুরস্কার আসর, বিদেশে শুটিং, ছবির মুক্তি, প্রচারণা— সবকিছুই যেন হঠাৎ করে অনিশ্চিত হয়ে পড়েছে। মারাত্মক প্রভাব পড়েছে ছবির ব্যবসাতেও। বাঘি থ্রি মুক্তির প্রথম দিনে ২২-২৫ কোটি আয় করার কথা থাকলেও ছবিটি ১৭ কোটি আয় করায় সেই বিশ্লেষকেরাই এখন বলছেন, করোনার কারণেই বাজার মন্দা।

১৩ মার্চ মুক্তিকে সামনে রেখে আশঙ্কা করা হচ্ছে ইরফান খান ও কারিনা কাপুর অভিনীত আংরেজি মিডিয়ামও একই কারণে স্বাভাবিকের চেয়ে কম ব্যবসা করবে। ২৪ মার্চ মুক্তি পেতে যাওয়া রোহিত শেঠি পরিচালিত অক্ষয় কুমার ও ক্যাটরিনা অভিনীত সূর্যবংশী ছবিটিরও একই কারণে কপাল মন্দ বলেও মত দিয়েছেন অনেকে।

সালমান খানের পরবর্তী ছবি রাধের শুটিং দেশের বাইরে করার কথা থাকলেও এখন শুটিং দেশেই হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে অক্ষয় কুমারের বেল বটম ছবির দৃশ্যধারণের কথা ছিল ইংল্যান্ডের লন্ডনে। এখন সেই পরিকল্পনা তুলে রেখেছেন শিকেয়। দুবাই বলিউডের বড় মার্কেট। কিন্তু সেখানেও বলিউডের ছবির একই অবস্থা। প্রায় অর্ধেকে নেমে এসেছে দর্শক।

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে পিছিয়ে দেওয়া হয়েছে ড্যানিয়েল ক্রেগ অভিনীত বহুল প্রতীক্ষিত জেমস বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’।

আগামী এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলেও সিনেমাটির মুক্তির নতুন দিন নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৫ নভেম্বর। জেমস বন্ড রূপে ড্যানিয়েল ক্রেগের শেষ সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছে বিশ্বের কোটি কোটি দর্শক-ভক্ত।

হলিউডের টপচার্টে যখন আসন গেড়ে বসেছে ‘সনিক দ্য হেজহগ’ তখন সিনেমার অন্যতম বড় বাজার চীনে সিনেমাটি মুক্তিই দিতে পারেনি নির্মাতা-পরিবেশকরা। ‘মিশন ইমপজিবল’ ফ্র্যাঞ্চাইজির আগামী সিনেমার শুটিং বন্ধ হয়ে গেছে। এর শুট চলছিল ইতালির ভেনিসে। চীনের পর ইতালিতে করোনা ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে।

ডিজনির লাইভ-অ্যাকশন সিনেমা ‘মুলান’ চীনের প্রেক্ষাগৃহে অদূর ভবিষ্যতে মুক্তি পাচ্ছে না। চীনের সিনেমা হলে ‘১৯১৭’ এবং ‘জোজো র‌্যাবিট’র মতো অস্কার মনোনীত সিনেমার মুক্তি অনির্দিষ্ট কাল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

এমনকি বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর কান চলচ্চিত্র উৎসবও নির্ধারিত সময়ে হবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়াও অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ‌‘১০তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like