করোনার কারণে দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই : কৃষিমন্ত্রী
করোনার কারণে দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে ধানসহ অন্যান্য খাদ্যশস্য পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে।
সকালে টাঙ্গাইলের সার্কিট হাউসে করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।
এ সময় তিনি ত্রাণ বিতরণে অনিয়ম বা চুরি কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংসদ ছানোয়ার হোসেন ও জেলার ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী নিবার্চন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীরসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি