করোনার তৃতীয় ঢেউয়ের শুরতে বিশ্ব: ডব্লিওএইচও
বিশ্ব এখন করোনার তৃতীয় ঢেউয়ের শুরুর ধাপে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস বুধবার এ কথা বলেন।
কোভিড-১৯ বিষয়ক আইএইচআরের ৮ম বৈঠকের শুরুতে তিনি বলেন, আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি।
তিনি বলেন, গত ১০ সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে।
এর কারণ হিসেবে তিনি করোনার তীব্র সংক্রমিত ধরন ডেল্টার কথা উল্লেখ করেন।
টেড্রোস বলেন, ডেল্টা ধরন বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার নিয়ন্ত্রক ধরন হয়ে উঠবে।
তিনি টিকার মর্মস্পর্শী বৈষম্যের সমালোচনা করে বলেন, টিকার ঘাটতি মানে বিশ্বের অধিকাংশ লোককে মহামারির দয়ার ওপর ছেড়ে দেয়া।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এখনও কোন টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি।