করোনার দিনগুলোতে তারকারা কি করছে?
করোনার এই সময়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছেলে শুদ্ধকে নিয়ে করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন তিনি।
করোনা সতর্কতায় চিত্রনায়ক আরিফিন শুভ নিজেকে একঘরে করে স্বেচ্ছাবন্দি জীবনযাপন করছেন। ফেসবুকে আরিফিন শুভ তার ভেরিফায়েড পেজে এক ভিডিওবার্তায় বলেন, বই, টিভি ঘেতে আর কতক্ষণ। নিজেকে ফিট রাখতে এই সময়ে ব্যায়াম ও ইয়গা করার টিপসও দেন তিনি।
ইদে মুক্তি পাচ্ছে শুভর সিনেমা মিশন এক্সট্রিম। কিন্তু দেশের মানবিক বিপর্যয় পরিস্থিতির উন্নতি না হলে ইদে ছবিটি মুক্তির পথে অনিশ্চয়তা তৈরি হতেও পারে। সেই সূত্র ধরে ইদকে সামনে রেখে দেশে বিনোদন সংকট প্রকট হতে পারে।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার ইন্সট্রাগ্রামে মানুষকে করোনা সচেতনতায় উদ্বুদ্ধ করতে কিছু পরামর্শ নিয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ভিডিও আপলোড করেছেন। নিজের সব কাজের শুটিংও বন্ধ রেখেছেন তিনি।
সঙ্গীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মধ্যে করোনা সচেতনতা বাড়াতে নিজের ভিডিও বার্তা আপলোড করেছেন। একই সঙ্গে মানুষকে সতর্ক করেছেন।
এদিকে জাপান থেকে ফিরে সঙ্গিতশিল্পী তাহসান নিজেকে একঘরে করে স্বেচ্ছাবন্দি জীবনযাপন করছেন। টিভি, অনলাইন দেখার পাশাপাশি নিজের কাজের চর্চা করে সময় পার করছেন। বন্ধ রেখেছেন কনসার্ট, শুটিং।
করোনাভাইরাস মোকাবিলায় সংগীতশিল্পী সন্ধি গেল ক’দিন ধরে একঘরে স্বেচ্ছাবন্দি আছেন। প্রায় প্রতিদিনই বাঁধছেন সুর, লিখছেন কথা, দিচ্ছেন কণ্ঠ। এবার তিনি ‘হ্যাশট্যাগ কোয়ারেন্টিন প্রজেক্ট ২’ লিখে শেয়ার করেছেন তার নতুন গান প্লিজ বাসায় থাকো।
সন্ধি তার এই গানটি তৈরি করেছেন করোনা ভাইরাস সংক্রমণ সচেতনতাকে নিয়ে। গানে গানে তিনি অনুরোধ জানিয়েছেন সবাইকে নিজের বাসায় থাকতে। মানুষকে সচেতন ও নিরাপদে থাকতেই তার এই আহবান।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি