করোনার বিরতি কাটিয়ে নতুন পর্ব নিয়ে ফিরছে ‘ইত্যাদি’
দেশের জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ১৯৯০-এর দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে জায়গা করে নিয়েছে। অনুষ্ঠানটি প্রায় ৩০ বছর ধরে প্রচারিত হয়ে আসছে।
টিভি ম্যাগাজিন ‘ইত্যাদি’র অন্যতম আকর্ষণীয় দিক হলো সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করা। আর এই কারণেই অনুষ্ঠানটি তিন দশকের পরও অবস্থান করছে জনপ্রিয়তার কাতারে।
অনুষ্ঠানটির উপস্থাপক হানিফ সংকেতের নান্দনিক উপস্থাপনা অনুষ্ঠানটিকে দর্শক-সমালোচক মহলে গ্রহণযোগ্যতা বরাবরের মতো ধরে রেখেছে। যদিও করোনার কারণে থমকে ছিল ‘ইত্যাদি’র ক্যামেরা। তবুও সংকলিত পর্ব প্রচার করেও দারুণ সাড়া পেয়েছেন হানিফ সংকেত।
এবার প্রায় বছরখানেক পর চালু হলো অনুষ্ঠানটির ক্যামেরা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হানিফ সংকেত জানান, দীর্ঘ বিরতি কাটিয়ে প্রচার হতে যাচ্ছে ‘ইত্যাদি’র ব্র্যান্ড নিউ এপিসোড।
ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’ আগামী ২৯ অক্টোবর বাংলাদেশ টেলিভিশনে রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচার হবে। স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের উপস্থিতিতে ধারণ করা হয়েছে এবারের পর্ব।
‘ইত্যাদি’ অনুষ্ঠানটি এখন দেশের বিভিন্ন জেলায় এবং ঐতিহাসিক স্থানসমূহে ধারণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়েছে শিক্ষা নগরী রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি