করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, নতুন ৭ হাজার ১৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ।

You might also like