করোনায় মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালকের মৃত্যু
মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মো. ফখরুল কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মো. ফখরুল কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে শ্বাসকষ্টে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
তিনি জানান, তিনি জুনের প্রথম সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর সোমবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার স্ত্রীরও করোনা পজিটিভ এবং তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান মো. আলমগীর।
নিউজ ডেস্ক/বিজয় টিভি