করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু, শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার কমেছে। বেড়েছে করোনা থেকে সেরে ওঠা সুস্থ ব্যক্তির সংখ্যা।
করোনায় সংক্রমিত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২৮ হাজার ৫২৪ জন এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৬৮টি ল্যাবে ৩৯ হাজার ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৫২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে দাঁড়াল।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৮২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৮৬ দশমিক ০৪ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৩০ জনের ২২ জন পুরুষ ও ১১ জন নারী। তাদের মধ্যে ১৭ জন ঢাকার, ৫ জন চট্টগ্রামের, ২ জন রাজশাহীর, ৩ জন সিলেটের, ২ জন খুলনার, ১ জন বরিশাল বিভাগের। এছাড়া বাকি বিভাগগুলোতে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এর আগে, গতকালের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী ১১ হাজার ৫৯৬ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়। এসময়ে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া গতকাল ৩৩ জনের মৃত্যুর খবর জানানো হয়। আর গতকাল ৪৪ হাজার ৪৫১ জনের করোনা পরীক্ষায় ১২ হাজার ১৯৩ জনের করোনা শনাক্ত হয়।