করোনা আতঙ্কে টোকিও’র ডিজনী পার্ক বন্ধ ঘোষণা

১০৯

করোনাভাইরাস আতঙ্কে টোকিও’র দু’টি ডিজনী রিসোর্ট দু’সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পার্ক দু’টির অপারেটর এক বিবৃতিতে শুক্রবার জানান, নতুন করোনাভাইরাস আতঙ্কে শুক্রবার দু’সপ্তাহের জন্য টোকিও ডিজনী সি ও ডিজনী ল্যান্ড পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর এএফপি’র।

বিবৃতিতে বলা হয়, ভাইরাস বিস্তারে সরকারের নিয়ন্ত্রণের আহ্বানের প্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like