করোনা ঝুঁকি এড়াতে চাঁপাইনবাবগঞ্জের দুই বন্দরে বাড়তি সতর্কতা
বাংলাদেশে করোনা ভাইরাসে কয়েকজন আক্রান্ত হওয়ার খবরে জনস্বার্থে সম্ভাব্য ঝুঁকি এড়াতে চাঁপাইনবাবগঞ্জের দুই বন্দরে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ।
ইতোমধ্যে সোনামসজিদ স্থলবন্দরে বন্দর ব্যবহারকারী সকল যাত্রী, ট্রাকচালক এবং এর সহকারীদের স্ক্রিনিং-এর আওতায় আনা হয়েছে।
এ বন্দরে তিন সদস্যের মেডিকেল টিম অত্যন্ত সতর্কতার সাথে তাদের দায়িত্ব পালন করছে। অন্যদিকে, রহনপুর শুল্ক স্টেশনে কর্তব্যরত ডাক্তার সন্দেহভাজন রোগীদের জন্য ৩টি হটলাইন নম্বরসহ যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু করেছে।
এছাড়া, জেলা সদর হাসপাতালে ৪টি এবং প্রতিটি উপজেলায় ২টি করে আইসোলেসন বেড স্থাপন করেছে স্বাস্থ্য বিভাগ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি