করোনা টিকা নেয়ার সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম

২৩৬

করোনার টিকা নেয়ার সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম। আর মোট গ্রহণকারীর তালিকায় স্থান, ১৭তম বলে জানিয়েছে তথ্য বিশ্লেষণকারী আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ।

এদিকে দেশে গড়ে ভ্যাকসিন নিচ্ছেন, ২ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত টিকা নিয়েছেন, মোট জনগোষ্ঠীর ১ দশমিক ৭ শতাংশ।

আর বিশ্বের ১০৩টি দেশে, ভ্যাকসিন নিয়েছেন, ২৩ কোটি ৬৫ লাখ। দৈনিক গড়, ৬৬ লাখ ৭০ হাজার।

বাংলাদেশে গেল ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়, গণটিকাদান কার্যক্রম।

You might also like