করোনা প্রতিরোধে বিশেষজ্ঞদের নির্দেশনা মেনে চলার আহ্বান শিক্ষামন্ত্রীর

১০০

করোনা প্রতিরোধে সকলকে বিশেষজ্ঞদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

গতকাল রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নবনির্মিত ‘বঙ্গবন্ধুর ম্যুরাল’ এর উদ্বোধন শেষে এ আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা রোধে সরকারের পদক্ষেপগুলোর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সতর্ক হতে হবে। সারা বিশ্বে এখন করোনা ভাইরাস নিয়ে খারাপ পরিস্থিতির কারণে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা পুনর্বিন্যাস করা হয়েছে।

আগামীতে সুবিধাজনক সময়ে আরো বড় পরিসরে এ অনুষ্ঠান পালন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ অন্যরা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like