করোনা: বরিশালে আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ৬২৪

৬৫

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ৬২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসময় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন ও উপসর্গ নিয়ে ১৪ জনসহ মোট ২৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৪ জন এবং করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে বরিশালে পাঁচ, পটুয়াখালীতে চার, ভোলায় চার ও ঝালকাঠিতে একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।

এসময় তিনি জানান, সর্বশেষ ৬২৪ জন আক্রান্ত নিয়ে এ বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৬২২ জন, এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৮৯ জন ও মৃত্যু হয়েছে ৫২৮ জনের।

You might also like