করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান

১১৯

করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

আজ (রবিবার) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে ‘জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটি’র সভায় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। কোনো কারণে পরিস্থিতির অবনতি হলে মোকাবেলা করার জন্য জেলা সদর, রামু ও চকরিয়ায় পৃথকভাবে ১০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ারসহ অন্যরা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like