করোনা মোকাবিলায় তিনটি হাসপাতালে খোলা হলো আইসোলেশন ইউনিট
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারাদেশের মতো চট্টগ্রামেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ তিনটি হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ইউনিট।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫টি, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে ৫টি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪টি বেডের ব্যবস্থা রেখে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।
এছাড়া, সমুদ্রগামী জাহাজের মাধ্যমে ‘করোনা ভাইরাস’ যাতে ছড়াতে না পারে সেই লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
ভাইরাস নির্ধারণে চার জনের একটি মেডিকেল টিম রাখা হয়েছে বন্দরে। চট্টগ্রাম বন্দর হাসপাতালের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে একটি সী অ্যাম্বুলেন্সও ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি