করোনা সংক্রমণ প্রতিরোধে ১০টি সহায়তা বুথ স্থাপন করলো মাশরাফি
করোনা সংক্রমণ প্রতিরোধে নড়াইল ও লোহাগড়া শহরে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করলেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। এই বুথ থেকে যেকোনো মানুষ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাত স্যানিটাইজার এবং ফ্রি সার্জিক্যাল মাস্ক নিয়ে ব্যবহার করতে পারবেন।
বুধবার (৩০ জুন) দুপুরে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে প্রেসক্লাব চত্বরে ৬টি বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, জেলা সাংবাদিক ইউনিটি এর সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী প্রমুখ।
শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড, নড়াইল প্রেসক্লাব চত্বর, সদর হাসপাতালের সামনে, পুরাতন বাস টার্মিনালের সামনে, নড়াইল চৌরাস্তা এবং আদালত চত্বর। এছাড়া লোহাগড়া শহরে ৪টি স্থানে এ করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথে মাস্ক,স্যানিটাইজার রয়েছে, এছাড়া নষ্ট হওয়া মাস্ক ফেলে দেবার ব্যবস্থা ও থাকছে।