করোনা সতর্কতায় সালমান, শাহরুখ, ক্যাটরিনাসহ জনপ্রিয় তারকারা
গত ২২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে, করোনা সঙ্কটে যারা দেশের সেবা করছেন, তাদের জানানো হবে কৃতজ্ঞতা। সেই মতো রোববার বিকেল ৫টা বাজতেই অলি-গলি রাজপথের বাড়িতে ছাদে বেজে উঠল ঘণ্টা, ভেসে আসতে থাকল হাততালির আওয়াজ।
অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, আরাধ্যসহ বচ্চন পরিবারের অন্যরা বাড়ির ছাদে ঘণ্টা এবং হাততালি দিয়েছেন। তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে লাইভে এসে জানিয়েছেন ‘আমাদের হিরোদের ধন্যবাদ জানাই।’
জাহ্নবী কাপুর অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা কে দেখা যায় বাড়ির বাইরে দাঁড়িয়ে একসাথে হাতাতলি দিতে। সাথে ছিল তাদের পুত্র সন্তান। একাত্ম হতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বিপাশা বসু। হেমা মালিনি এবং করন জোহরকেও দেখা যায় বাড়ির ছাদে গিয়ে ধন্যবাদ জ্ঞাপনে অংশ নিতে।
এদিকে কারিশমা কাপুর, অনুপম খেরকে দেখা গেছে বাসার বারান্দা থেকে ধন্যবাদ জানাতে। এছাড়াও শাহরুখ খান, সালমান খান ও অক্ষয় কুমার প্রকাশ করেছেন করোনা সংক্রান্ত সচেতনতা মুলক ভিডিও বার্তা।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে নিজের ইনস্টাগ্রামে একটি সতর্কতামূলক ভিডিও পোস্ট করেছেন শাহরুখ।
বাদ জাননি বলিউড ভাইজান সালমান খান। সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন তিনি। ভিডিও বার্তায় সচেতনতা বৃদ্ধির দায়িত্ব পালন করেছেন অক্ষয় কুমার, অজয় দেবগণ, ক্যাটরিনা কাইফসহ অনেকে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি