কর্মসংস্থানের উৎস ডক শিল্প

১২৫

হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ডক শিল্প। সরকারী সহায়তা ও প্রশিক্ষন পেলে বেসরকারী উদ্যোগে গড়ে উঠা এই সম্ভাবনাময় এ শিল্প আরো এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দিন বদলের হাওয়া লেগেছে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে। বেসরকারী উদ্যোগে গড়ে উঠা ডক শিল্পে সৃষ্টি হয়েছে কয়েক হাজার লোকের কর্ম সংস্থান। উপজেলার অরুয়াইল ও পাকশিমুলে মেঘনা নদীর দু পাশে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠা শিল্পটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে ছোট বড় অনেক কারখানা সহ ব্যবসা প্রতিষ্ঠান।

কৃষি নির্ভর এলাকা সরাইলে বেকারত্ব দুর করছে এই ডক শিল্প, জানালেন ব্রাহ্মণবাড়িয়ায় এই ইউপি সদস্য।

ব্রাহ্মনবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, সম্ভাবনাময়ী এই শিল্পকে টিকিয়ে রাখতে নেয়া হবে সব রকম ব্যবস্থা ।

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে প্রতিটি বড় নৌযান তৈরীতে আকার বেধে ব্যয় হয় অর্ধ কোটি টাকা থেকে শুরু করে প্রায় ১ কোটি টাকা । তাছাড়া ডক শিল্পে একটি নৌযান নির্মানে সময় লাগে ৫ থেকে ৮ মাস ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like