কর্মহীনতার রেকর্ড গড়ল ভারত

৩২০

জাতীয় পরিসংখ্যান কমিশনের (এনএসসি) যে প্রতিবেদন প্রকাশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনীহার অভিযোগ দুই পরিসংখ্যানবিদ পদত্যাগ করেছেন , বৃহস্পতিবার তার নির্যাস প্রকাশ্যে এল। সেই প্রতিবেদন অনুযায়ী, গত ৪৫ বছরে দেশে বেকারত্বের হার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় সর্বোচ্চ। ভারতের অর্থনৈতিক দৈনিক ‘বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকা এই দাবি করেছে।

তারা বলেছে, অপ্রকাশিত ওই প্রতিবেদন তাদের হাতে এসেছে। সেই প্রতিবেদন অনুযায়ী, ২০১৭-১৮ সালে সারা দেশে বেকারত্বের হার ছিল ৬ দশমিক ১ শতাংশ, যা গত ৪৫ বছরের যাবতীয় রেকর্ড ভেঙ্গেছে।

বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, প্রতিবেদন অনুযায়ী গ্রামের ১৫-২৯ বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। ২০১১-১২ সালে এই বয়সীদের মধ্যে বেকারত্বের হার ছিল ৫ শতাংশ। ২০১৭-১৮ তে তা বেড়ে হয়েছে তিন গুণেরও বেশি, ১৭ দশমিক ৪ শতাংশ। ওই বয়সী গ্রামীণ মহিলাদের বেকারত্বের হার গত ৬ বছরে ৪ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। গ্রামের শিক্ষিত পুরুষদের মধ্যে বেকারত্বের হার ২০১৭-১৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ। ছয় বছর আগে ওই হার ছিল মাত্র ৪ দশমিক ৪ শতাংশ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like