কলেজ প্রাঙ্গণে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এম এম কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী আলিফ হোসেন (১৯) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলার এম এম কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের আবু তাহের টুটুলের ছেলে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ জন সন্ত্রাসী ছুরি দিয়ে আলিফকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।