কসবায় অবৈধভাবে ভারত-বাংলাদেশে প্রবেশের দায়ে বিজিবি’র হাতে ৯ বাংলাদেশী আটক

১৬০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদানদী সীমান্তের ২০৫০ নং পিলারের পাশ দিয়ে শুক্রবার গভীর রাতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৯ জনকে আটক করেছে ৬০ বিজিবি’র সালদা ক্যাম্পের জোয়ানরা। আটককৃতরা বাংলাদেশেরই নাগরীক।

তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বলে জানায় আটককৃতরা। তারা গত কয়েকদিন পূর্বে অবৈধভাবে বিনা পাসপোর্টে বেড়ানোর উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে।

শুক্রবার রাতে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় আটক হয় বিজিবি’র হাতে। আটককৃতদের অবৈধভাবে ভারত এবং বাংলাদেশে আসা যাওয়ায় সহযোগিতার দায়ে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আলফাজ মিয়ার ছেলে মো.খোকন মিয়াকে (দালাল) আটক করে বিজিবি।

আটককৃতদের শনিবার দুপুরে তাদের কসবা থানা সোপর্দ করে বিজিবি। সালদা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক মো.আবদুর রহিম বাদী হয়ে অবৈধ ভাবে বিনা পাসপোর্টে দুই দেশে আসা যাওয়ার অপরাধে মামলা রুজু করেন। আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like