কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে লোকমান হোসেন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগানসহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত লোকমান উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার খাড়েরা ইউনিয়নের বুগীর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ লোকমান ডাকাতকে আটক করে। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত লোকমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে প্রায় ৬টি মামলার এজাহারভূক্ত আসামী। লোকমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে কসবা থানা পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি