কাউখালী উপজেলায় পুলিশের ওপেন হাউজডে অনুষ্ঠিত
মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের উপর জিরো টলারেন্স ঘোষণাসহ সমাজের সকল অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সকলের সহযোগীতা কাউখালি থানা পুলিশ।
রাঙামাটি কাউখালী উপজেলায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডেতে মুক্ত আলোচনায় পুলিশের পক্ষ থেকে এ সহযোগীতা চাওয়া হয়। কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. শহিদ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরুপা তালুকদারসহ অন্যরা। সভায় মুক্ত আলোচনায় অংশ নেন স্থানীয়রা। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ দমনে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি