কাজের প্রলোভনে ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে ৭ নারীসহ ২২ জনকে উদ্ধার করেছে বিজিবি

১০৪

কাজের প্রলোভনে ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে ৭ নারীসহ ২২ জনকে উদ্ধার করেছে বিজিবি করেছে বিজিবি। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান,গোপন সংবাদে জানতে পারি কাজের প্রলোভনে বেশকিছু নারী পুরুষকে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকরা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি একটি টহল দল সোমবার দুুপুরে সীমান্তের চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১২জন পুরুষ, ৭ জন নারী, ৩ শিশুকে উদ্ধার করে।

তারা পিরোজপুর, যশোর, নড়াইল,গোপালগঞ্জ ও বরিশাল জেলার অধিবাসি বলে জানায় বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like