কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনা আক্রান্ত

১০৪

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার করোনা আক্রান্ত হয়েছেন।

দুপুরে তিনি নিজেই এ কথা জানান। এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা বলেন, আব্দুস সালাম বেশ কিছুদিন থেকে বাসায় কোয়ারেন্টিনে আছেন।

তার সংস্পর্শে পরিবারের সদস্য বা সহকর্মীরা আসেনি। নিজের বাসাতেই তিনি চিকিৎসা নেবেন। তিনি আরও বলেন, গত ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। গতকাল রাতে নমুনা পরীক্ষার ফলাফল আসলেও সকালে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি ছাড়াও কাপাসিয়ায় ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নার্সসহ ১৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছে বলে তিনি জানান।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like