কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ গবেষণা তরী ও সোলার প্যানেল প্রকল্পের উদ্বোধন

১২৮

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের ‘প্রাণ ও জীববৈচিত্র্য’ নিয়ে গবেষণার জন্য নির্মিত বিশেষায়িত জাহাজ ‘গবেষণা তরী’ ও সোলার প্যানেল প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ জাহাজ নির্মাণ করা হয়। প্রায় ৩ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ গবেষণা তরীতে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ৩টি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। বিশেষায়িত এ তরীতে প্রায় ১৫টি বিষয় নিয়ে গবেষণার কাজ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like