কাবুলে আইএসের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

৫৫

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কাবুল বিমানবন্দরে সম্ভাব্য হামলার বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতাও জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, আইএসের আফগানিস্তান শাখা এই হামলা চালাতে পারে। আর তাই আফগান ভূখণ্ডে অবস্থান করা মার্কিন নাগরিকদেরকে আপাতত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র যাদের ভ্রমণের জন্য সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তারাই যেন ওই বিমানবন্দরে অবস্থান করে; এর বাইরে কেউ নয়।

মার্কিন নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিকল্প পথও ভাবা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে আরও কোনও তথ্য জানানো হয়নি। আইএসও হামলা নিয়ে কোনও হুমকি বা কোনও তথ্য প্রকাশ করেনি।

একের পর এক শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর গত সপ্তাহে রাজধানী কাবুল দখল করে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয় তালেবান।

তালেবান ক্ষমতায় বসার পর থেকেই কাবুল বিমানবন্দরে ভিড় করছে হাজার হাজার মানুষ। এর মধ্যে অনেক মার্কিন নাগরিকও রয়েছেন।