কারা জিতে নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০?
ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এর বিজয়ীদের নাম। গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সর্বোচ্চ ১১টি পুরস্কার জিতে নিয়েছে। ৮টি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।
এ ছবি দুটিই যৌথভাবে সেরা নির্বাচিত হয়েছে। এমনকি সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন এই চলচ্চিত্র দুটি থেকে। এরমধ্যে ‘বিশ্বসুন্দরী’ সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা ও ‘গোর’ থেকে দীপান্বিতা মার্টিন হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী।
গেল ১৫ ফেব্রুয়ারি ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এবার ২৭টি ক্যাটাগরিতে ৩১ জনকে এই স্বীকৃতি জানানো হচ্ছে। এতে আজীবন সম্মাননা পাচ্ছেন গুণী অভিনয়শিল্পী আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় নিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এবার দেখে নেওয়া যাক; কারা পেলেন ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার?
এ বছর যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’। এ ছাড়াও শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ অভিনেত্রী দীপান্বিতা মার্টিন (গোর), শ্রেষ্ঠ কাহিনিকার গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ সম্পাদক মো. শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ শিল্পনির্দেশক উত্তম কুমার গুহ (গোর), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক যুগ্মভাবে পঙ্কজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ (গোর), শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ (গোর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এনামতারা বেগম (গোর), শ্রেষ্ঠ মেকআপম্যান মোহাম্মদ আলী বাবুল (গোর)।
‘গোর’ ইংরেজি ও বাংলা ভাষায় নির্মিত হয়েছে। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে আছেন গাজী রাকায়েত।
অন্যদিকে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রুম্মান রশীদ খান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরীমনি।