কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

১৪৪

উচ্চশিক্ষার পাশাপাশি জীবিকা অর্জনের জন্য কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গতকাল রাজধানীর বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

উপমন্ত্রী বলেন, সকল শিক্ষাই জীবন গড়ার সহায়ক। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল বিষয়গুলোতেও মনোযোগ দিতে হবে।

এ সময় তিনি মুজিববর্ষ উপলক্ষে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ‘মুজিববর্ষ স্মারক বৃত্তি’ প্রদানের জন্য স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব রহমান, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী ও প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার এমএ রশিদসহ অনেকে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like