কালকিনিতে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন বিতরন

৩৮৫

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫টি কৃষক গ্রুপের মাঝে ধান কাটার মেশিন রিপার বিতরন করেছে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত বিতরনী কার্যক্রম সম্পন্ন করা হয় এবং এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

ইউএনও মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জান শাহীন, পৌর মেয়র এনায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন সহ স্থানীয় নের্তৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like