কালকিনিতে ড. আ. সোবহান গোলাপ ইন্সটিটিউটে ইফতার মাহফিল

১৬৪

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে শুক্রবার কলেজ মাঠে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এবং কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ভারপ্রাপ্ত ইউএনও প্রমথ রঞ্জন ঘটক, কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কালকিনি জোনাল অফিসের এজিএমকম সিদ্দিকুর রহমান তালুকদার সহ স্থানীয় নের্তৃবৃন্দ।

ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ এবিএম শাহজাহানের সভাপতিত্বে এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ গ্রামবাসী এসময় অংশগ্রহন করে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like