কালকিনিতে বাস চাপায় নারীসহ নিহত ২

১১০

মাদারীপুরের কালকিনি উপজেলায়  বাস চাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছে।

রবিবার সকালে উপজেলার ডাসার থানার কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কর্ণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে উম্মে হানি ও মোতালেব মাতুব্বর নামে ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like