কালকিনিতে মেয়র কাউন্সিলরদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

১১০

মাদারীপুরের কালকিনিতে মেয়র কাউন্সিলরদের পাল্টাপাল্টি প্রতিবাদ সভাকে কেন্দ্র করে উত্তেজনা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে সকালে পৌরসভা কার্যালয়ে প্রতিবাদ সভা ডাকে বেশ কয়েকজন পৌর কাউন্সিলর।

একই স্থানে পৌর মেয়র ও তার অনুসারীরা সভার ডাক দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like