কালিয়াকৈরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় শনিবার দুপুরে ঘাটাখালি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পড়নে ছিল গেঞ্জি ও ট্রাউজার। নিহতের মুখ মন্ডলের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বরিয়াবহ এলাকায় শনিবার সকালে ঘাটাখালি ব্রিজের নিচে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। তবে পুলিশ ধারণা করেন চার-পাঁচ দিন আগে অন্য কোন এলাকার পিকনিকের নৌকা থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তি মৃত্যুবরণ করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, অন্য কোথাও থেকে লাশটি বাসতে বাসতে আমাদের এলাকায় এসেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

You might also like