কালিয়াকৈর কেয়ার টেকারের রহস্যজনক মুত্যু

৮৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর চাঁন মিয়া সুপার মার্কেটের কেয়ার টেকার মোঃ সেরাফত আলীর ওরফে মুন্সীর বুধবার ভোর রাতে রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি সাপাহার উপজেলার মৃত কালু মোল্লার ছেলে।

নিহতের পরিবার জানান, রাত এগারটার দিকে বাসায় এসে শুয়ে পরে রাতের কোন এক সময় তার স্ত্রী তাকে বিছানায় না পেয়ে খোজা খুজি করতে থাকে পরে ছাদের উপর ওয়ালের পাশে দাড়ানো অবস্থায় দেখতে পেয়ে ডাকতে থাকে সে কোন কথা না বলায় তার স্ত্রী কাছে যেয়ে দেখতে পায় গলায় রশি ঝুলানো তখন তার ডাক-চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল দশটার দিকে মৃত্যুদেহ উদ্ধার করে।

মৌচাক ফারির উপ-পরিদর্শক রনী কোমার শাহ বলেন, কিভাবে হত্যা হয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত নন। প্রাথমিক অনুসন্ধান শেষে, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহিদ তাইজুদ্দিন মেডিকেলে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like