কালিয়াকৈর যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

৩২২

সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার ২৬মার্চ সরকারি বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দৃষ্টিনন্দন কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশ ও আনসার, সিভিল ডিফেন্স (ফায়ার সার্ভিস) বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, ম্যাধমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার হোসেন, উপজেলা আনসার কর্মকর্তা আমিনুজ্জামান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদ রেজা আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেনীরপেশার মানুষ ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like