কালুরঘাটে সেতু নির্মাণের দাবিতে মুক্তিযোদ্ধাদের অনশন

১৫৭

বোয়ালখালী ও কালুরঘাটে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের আয়োজিত অনশনটি গণ অনশনে পরিণত হয়েছে।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কালুরঘাট সেতুর পূর্বপাড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবদুল মোমিনসহ সর্বস্তরের মানুষ। কর্মসূচির শেষ পর্যায়ে বিকেলে সাংসদ মঈন উদ্দিন খান বাদল সমাবেশস্থলে উপস্থিত হয়ে অনশনরতদের জুস পান করিয়ে অনশন ভাঙান। এ সময় তিনি বলেন, এ দাবি পূরণ না হলে আগামী ডিসেম্বরের সংসদ থেকে সরে দাঁড়াবো।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like