কালো ধোঁয়া ও বিটুুমিনের দুর্গন্ধে বিদ্যালয় ছাড়ছে শিক্ষক-শিক্ষার্থীরা
মিকচার মেশিনের কালো ধোঁয়া ও বিটুুমিনের দুর্গন্ধে বিদ্যালয় ছাড়ছে মেহেরপুরের গাংনীর লক্ষী নারায়নপুর ধলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে বিদ্যালয় আঙ্গিনায় রাস্তা সংস্কার কাজে ব্যবহৃত সামগ্রী স্তুুপ করে রেখে রাস্তা মেরামত এবং বিটুুমিন পোড়ানোর কাজ করছেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান
কয়েকদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা দখল করে জুতা, স্যান্ডেল ও প্লাস্টিক দিয়ে বিটুমিন জ্বালানোর কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস হেলাল এন্টার প্রাইজ। এর ফলে, বিষাক্ত কালো ধোয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, বিঘতা ঘটছে পাঠদানে।
বিদ্যালয়ের আঙ্গিনা জোরপূর্বক দখল করে বিটুমিন পোড়ানোর অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দ্রুত পড়াশুনার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
এদিকে, মের্সাস হেলাল এন্টারপ্রাইজকে বিদ্যালয়ের আঙ্গিনা থেকে মালামাল সরানোর নির্দেশ দিয়েছেন বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদো পাল।
নিউজ ডেস্ক / বিজয় টিভি