কাল থেকে সারাদেশে মিলবে ৩০ টাকা কেজিতে চাল

আগামীকাল থেকে দেশব্যাপী চাল ও আটা খোলা বাজারে বিক্রি শুরু হচ্ছে।

চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে, ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার।

এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও দেয়া হবে ওএমএসের চাল। তারা মাসে ৫ কেজি করে ২ বার চাল নিতে পারবেন। এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হবে।

You might also like