কাস্টমসের কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের ১৮ মামলা

৯০

মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত পণ্য খালাসের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউজের অবসরপ্রাপ্ত সাত কর্মকর্তা ও আমদানিকারকসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন। বলেন, আসামিরা ২০১০, ১১ ও ১২ সালে প্রতারণা ও জালিয়াতি করে আমদানিকৃত পণ্য খালাস করে। এর মাধ্যমে তারা ২ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৪৮৭ টাকার রাজস্ব ফাঁকি দেয়। এই অভিযোগে আসামীদের বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like